
রাজবাড়ীতে নতুন করে আরো ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৮০ জন। করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের।
বুধবার (১৫জুলাই) বিকালে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডা: মো: নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১২ জুলাই ৮৮ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তাদের মধ্যে ২৩ জনের করোনা পজেটিভ।
এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮ জন, পাংশা উপজেলার ৬ জন, কালুখালী উপজেলার ১ জন, বালিয়াকান্দি উপজেলার ৫ জন ও গোয়ালন্দ উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়াও তিনি বলেন, আজ পর্যন্ত রাজবাড়ীতে ৭৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। অন্যদের মধ্যে ৩৬ জন হাসপাতালের আইসোলেশনে ও ৩২৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।