Logo
×

Follow Us

জেলার খবর

রাজস্থলীতে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯, ২০:৫২

রাজস্থলীতে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

রাঙামাটির রাজস্থলীতে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম অংসুই অং মারমা (২৫)। 

আজ বুধবার বেলা ১১টার দিকে রাজস্থলী উপজেলার বাঙালহালীয়া ইউনিয়নের কাকদাছড়ি  এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙালহালীয়া ইউনিয়নের কাকদাছড়ি এলাকায় এক যুবকের রক্তাত্ব লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার পুলিশকে। পুলিশ লাশ উদ্ধার করে কাপ্তাই থানায় নিয়ে আসে। 

এ ব্যাপারে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আশরাফুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে। একটি তার মাথায় অন্যটি বুকে। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে সে বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য তার লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫