
প্রতীকী ছবি।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একরামপুর গ্রামে রাফি নামে এক ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে শিশুটি পানিতে ডুবে মারা যায়। রাফি উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের একরামপুর গ্রামে বসবাসরত আল-আমিন মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, রাফি বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে খেলতে যায়। এসময় সে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে তার দেহ পানিতে ভেসে উঠলে তার স্বজনরা তাকে উদ্ধারের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাফির পরিবারের সদস্যরা জানায়, সম্প্রতি তাদের বাড়ির আশপাশের এলাকা বর্ষার পানিতে ডুবে গেছে। বর্ষার এই পানিতে ডুবেই শিশু রাফি মারা গেছে।