Logo
×

Follow Us

জেলার খবর

ভুয়া সনদে শিক্ষকতা করার অভিযোগে নারী প্রভাষক গ্রেপ্তার

Icon

প্রতিনিধি, নোয়াখালী

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮

ভুয়া সনদে শিক্ষকতা করার অভিযোগে নারী প্রভাষক গ্রেপ্তার

নোয়াখালীতে ভুয়া সনদের মাধ্যমে শিক্ষকতা করার অভিযোগে হাতিয়া ডিগ্রী কলেজের প্রভাষক শাহিদা আক্তার রুবিকে গ্রেফতার করেছে দুদুক। রবিবার (১ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত শাহিদা আক্তার হাতিয়া উপজেলার  চর কৈলাশ গ্রামের কে এম ওবায়েদুল্লাহ স্ত্রী।

দুদক সূত্রে জানা যায়, শাহিদা আক্তার রুবি বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ২০১০ সনের পরীক্ষার রোল-৪০৬০২৭৯৪, রেজি-১০০০০১২৬২ পরীক্ষা- ষষ্ঠ-২০১০  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এর লেকচারার পদে একটি জাল ও ভুয়া সনদ প্রস্তুত করে হাতিয়া ডিগ্রী কলেজে প্রভাষক (ইসলামের ইতিহাস) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে এমপিওভুক্ত হয়ে ইনডেক্স নং ৩০৮৪৪২১ মূলে ০১-১১-২০১২ তারিখ হতে ৩১-০৩-২০১৬ তারিখ পর্যন্ত বেতন ভাতা বাবদ ৫,৩৮,৯৭৫/- টাকা উত্তোলন/গ্রহণ করে আত্মসা করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শণ ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক জনাব টুটুল কুমার নাগ এবং অডিট অফিসার জনাব গোলাম মুর্তজা গত ০৩-১২-২০১৫ তারিখে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হাতিয়া ডিগ্রী কলেজ নিরীক্ষা করলে সনদের সত্যতা নিশ্চিত না হওয়ায় এটিকে জাল সনদ হিসাবে আখ্যায়িত করেন। 

এ বিষয়ে নোয়াখালী দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ জানান, শাহিদা আক্তার রুবি প্রভাষক (ইসলামের ইতিহাস) তার ইনডেক্স নং ৩০৮৪৪২১ সে হাতিয়া ডিগ্রী কলেজে দীর্ঘদিন ধরে জাল সনদের মাধ্যমে শিক্ষকতা করে আসছিল। পরে আমরা অনুসন্ধানের মাধ্যমে তার জাল সনদের সত্যতা নিশ্চিত করি। সে উক্ত সনদ গোপন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জালিয়াতি ও প্রতারণামূলকভাবে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করত। সরকারী ৫,৩৮,৯৭৫/- (পাঁচ লক্ষ আটত্রিশ হাজার নয়শত পঁচাত্তর) টাকা আত্মসা করেছেন যা অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫