Logo
×

Follow Us

জেলার খবর

পদ্মায় নৌকাডুবির ঘটনায় ৩ জন নিখোঁজ

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ২০:১৮

পদ্মায় নৌকাডুবির ঘটনায় ৩ জন নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মানদীতে নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজ হয়েছেন। 

আজ বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- বজুর ছেলে আনিসুল ইসলাম (৩৫), নৌকার মাঝি ও আলাউদ্দিনের ছেলে বাবু (২০)। 

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় পাঁকা ইউনিয়নের ১০ রশিয়া বাজার থেকে কদমতলা যাওয়ার সময় প্রচণ্ড স্রোতে নিশিপাড়ার সামনে নৌকাডুবির ঘটনা ঘটে। তবে এরইমধ্যে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেছে। এছাড়া শিবগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে বলেও জানা যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫