কুড়িগ্রামে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ২০:১৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের আন্ধারীঝাড় বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার হাজির মোড় আব্দুল মজিদের ছেলে এবং নাজমা আক্তার নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার নূরল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত শাহজাহান ও তার শ্যালিকা নাজমা আক্তার মোটরসাইকেলযোগে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিলেন। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক এবং চালককে আটক করা সম্ভব হয়নি।