Logo
×

Follow Us

জেলার খবর

দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ যুবক নিহত

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ২০:১৩

দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ যুবক নিহত

কুমিল্লার হোমনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন।

বুধবার (১২ আগস্ট) সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দৌলতপুর গ্রামের সামাদ মেম্বার গ্রুপ এবং জুনাব আলী ভূঁইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নূরুন নবী (২৪) হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের জীবন মিয়ার ছেলে।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দৌলতপুর গ্রামের সামাদ মেম্বার গ্রুপ এবং জুনাব আলী ভূঁইয়া গ্রুপের সংঘর্ষে ওই যুবক নিহত হয়েছে। বুধবার সকালে হঠাৎ জুনাব আলী ভূঁইয়ার পক্ষের কয়েকজন ব্যক্তি সামাদ মেম্বারের পক্ষের এক ব্যক্তির বাড়িতে হামলা চালায়। এর পাল্টা হিসেবে সামাদের পক্ষের পাল্টা হামলায় জুনাব আলীর পক্ষের ওই সদস্য টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫