Logo
×

Follow Us

জেলার খবর

মুন্সীগঞ্জে কেন ওইদিন বোমা বিস্ফোরিত হয়নি

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০৮:৫৫

মুন্সীগঞ্জে কেন ওইদিন বোমা বিস্ফোরিত হয়নি

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৫ বছর পূর্তি আজ ১৭ আগস্ট। ২০০৫ সালের এই দিনে মুন্সীগঞ্জ ছাড়া দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।

মুন্সীগঞ্জ জেলায় সেদিন কেন বোমা হামলা হয়নি- ঘটনার ১৫ বছর অতিবাহিত হলেও তা এখনো জানা যায়নি।

তবে ওই সিরিজ বোমা হামলার তিনদিন আগে থেকে পুলিশের তৎপরতা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও ছোট জেলায় ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় জেএমবি মুন্সীগঞ্জে বোমা হামলা করতে পারেনি বলে তৎকালীন জেলা প্রশাসন, গোয়েন্দা ও পুলিশের একাধিক কর্মকর্তারা এমন মতামতই ব্যক্ত করেছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার কয়েকদিন আগে থেকেই মুন্সীগঞ্জ শহরে মনসা মেলা হচ্ছিল। এ কারণে পুলিশের তৎপরতা বাড়ানো হয় ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত ছিল। ফলে বোমা হামলাকারীরা কোনো সুযোগ পায়নি। 

সে সময় ওই কর্মকর্তার বক্তব্যের সাথে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাও একমত ছিলেন।

এছাড়া মুন্সীগঞ্জ সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছিলেন, জেলা শহরটি ছোট। এখানে বোমা হামলা করলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর সে কারণেই হয়তো জেএমবির হামলাকারীরা মুন্সীগঞ্জকে তালিকার বাইরে রেখেছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫