Logo
×

Follow Us

জেলার খবর

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ১০:২৪

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

দেশের খুলনা, হবিগঞ্জ ও লক্ষ্মীপুরে পুলিশ, র‌্যাব ও দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ছয়জন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এ ঘটনাগুলো ঘটে।

এর মধ্যে খুলনায় চার বনদস্যু, হবিগঞ্জে এক ডাকাত ও লক্ষ্মীপুরে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনাগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর ছয় সদস্য আহত হয়েছেন। 

এছাড়া ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত সাম্প্রতিক দেশকালের জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে।  

খুলনা

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বাহিনী প্রধান আমিনুলসহ চারজন নিহত হয়েছেন। সুন্দরবনের গহীনে  আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দুকযুদ্ধে নিহতরা হলেন- বাগেরহাটের মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার আব্দুল আউয়ালের ছেলে আব্দুল আলিম ওরফে আমিনুর (২৫), আবজাল হাওলাদারের ছেলে রাজু (২২), আলতাফ গাজীর দুই ছেলে সোহেল (৩০) ও রুবেল (২৫)। 

র‌্যাব জানায়, সকালে সুন্দরবনের কয়রায় র‌্যাব-৬ এর একটি টিমের সঙ্গে বনদস্যু আমিনুর বাহিনীর ব্যাপক গুলি বিনিময় হয়। এতে বাহিনী প্রধান আমিনুর ও সেকেন্ড-ইন-কমান্ড রফিকসহ চার বনদস্যু নিহত হয়েছে। এ সময় র‌্যাব-৬ এর দুই সদস্য সদস্য আহত  হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুদরত আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের পুরাসুন্ধা বাঁশবাগান এলাকায় গতকাল সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

কুদরত হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের ওমর আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে হবিগঞ্জের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। তিনি হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। 

পুলিশ জানায়, এ ঘটনায় হবিগঞ্জ ডিবি পুলিশের দুই এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ছয় রাউন্ড গুলি,দুটি রামদা, রডসহ ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জমাদি উদ্ধার করা হয়। 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, কুদরত আলীসহ ১০-১২ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাত দল পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে নিহতের নাম কুদরত আলী বলে নিশ্চিত হয় পুলিশ।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে ইলিয়াস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে। তিনি উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, ভোররাতে গোলাগুলির আওয়াজ শুনে টহল পুলিশ ঘটনাস্থল যায়। এ সময় ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে ইলিয়াস গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫