রাতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ১৩:০০

ফাইল ছবি
পদ্মা নদীতে নাব্যতা সংকট, তীব্র স্রোত ও পদ্মাসেতুর নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে।
আজ শনিবার (২৯ আগস্ট) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ নির্দেশনা দিয়েছেন। সকালে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে এ নির্দেশনা দেন কর্মকর্তাদের।
এ তথ্য নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী এই নৌরুটে সন্ধ্যার পর ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। এছাড়া মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে। মূলত নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, নৌরুটে বর্তমানে আটটি ফেরি চলাচল করছে। পারের অপেক্ষায় আছে ৫০টির মতো বাস। ভোর রাতে নাব্যতা সংকটের কবলে পড়ে লৌহজং চ্যানেলের মুখে কাঁঠালবাড়ী ঘাটগামী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে। সেখানে উদ্ধার কাজ চলছে।