Logo
×

Follow Us

জেলার খবর

সিনহা হত্যা

এবার জবানবন্দি দিতে আদালতে এসআই নন্দ দুলাল

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ১২:২৯

এবার জবানবন্দি দিতে আদালতে এসআই নন্দ দুলাল

ছবি: সংগৃহীত

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রিমান্ড শেষে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে এবার আদালতে তোলা হয়েছে এসআই নন্দ দুলাল রক্ষিতকে। 

তিনি মামলার তিন নং আসামি। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে তাকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করা হয়েছে। 

আদালতের খাস কামরায় ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুরু হয়েছে।

এর আগে গতকাল রবিবার দুপুর পৌনে ১২টার দিকে মামলার প্রধান আসামি পুলিশ পরিদর্শক লিয়াকত আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গত শুক্রবার তৃতীয় দফায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, এএসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। 

গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫