Logo
×

Follow Us

জেলার খবর

করোনা আক্রান্ত খুলনার এমপি বাবুকে ঢাকায় প্রেরণ

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১১:২৮

করোনা আক্রান্ত খুলনার এমপি বাবুকে ঢাকায় প্রেরণ

ছবি: ইউএনবি

করোনাভাইরাসে আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের বিশেষ সহযোগিতায় বাবুকে ঢাকায় নেয়া হয়। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে বলে তার ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি হেলিকপ্টারে করে সাংসদকে ঢাকায় নেয়া হয়েছে। সাথে তার স্ত্রীও গেছেন। করোনা শনাক্ত হওয়ার পর তার কিছুটা জ্বর ছিল। বর্তমানে শারীরিক অবস্থা স্বাভাবিক। কোনো ধরনের উপসর্গ নেই। তবে কোনো ঝুঁকি না নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাবুর পারিবারিক সূত্র জানায়, শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার করোনা শনাক্ত হয়। আক্রান্ত হওয়ার পর থেকে তিনি খুলনা মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্লা মোড় এলাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫