Logo
×

Follow Us

জেলার খবর

শিশু নির্যাতনকারী ইউপি সদস্যের শাস্তি চায় স্থানীয়রা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৪

শিশু নির্যাতনকারী ইউপি সদস্যের শাস্তি চায় স্থানীয়রা

বাগেরহাটের মোরেলগঞ্জে চুরির অপবাদ দিয়ে শিশু রাসেল হাওলাদারকে নির্যাতনকারী ইউপি সদস্য মো. মোহসিন খানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার উত্তর পুটিখালী গ্রাম সংলগ্ন শহীদ মার্কেটের সামনে এই মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন শহীদ মার্কেট বাজার কমিটির সভাপতি শিক্ষক রুস্তুম আলী আকন, সাধারণ সম্পাদক আলী আকবর, ইমাম মাওলানা মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আকন হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, যুবলীগ নেতা খান মো. জাহিদ, ব্যবসায়ী ওমর আলী হাওলাদার প্রমুখ।

বক্তারা অবিলম্বে শিশু নির্যাতনকারী ইউপি সদস্য মোহসিন খানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উত্তর পুটিখালি গ্রামের ওবায়দুল খানের ঘেরে গোসল করার সময় রাসেলকে ধরে নিয়ে নির্যাতন করেন ইউপি সদস্য মো. মোহসিন খান। পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার। তার বাম হাতের হাড়ে ফাটল ধরেছে। সে এখন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। রবিবার আহতের রাসেলের ফুফু রাহিলা বেগম বাদী হয়ে ইউপি সদস্য মো. মোহসিন খানকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার একদিন পরেই আদালত থেকে জামিন নিয়ে বাদীর পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫