রাজশাহীতে ছেলের হাসুয়ার কোপে বাবার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৩

রাজশাহীর মোহনপুর উপজেলায় আজিম উদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে।
আজিম মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। ঘটনার পর থেকে হত্যাকারী ছেলে রাকিব উদ্দিন (২৫) পলাতক আছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
পারিবারিক কলহের জের ধরে রাকিবুল তার বাবা আজিম উদ্দিনকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আজিমকে উপজেলা স্বাস্থকেন্দ্রে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ধুরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরেই বাবা-ছেলের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিলো। ছেলে তার বাবার পান বরজে ভাগ চাইছিলেন। আজ সকালে পান বরজেই বাবা-ছেলের বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে বাবাকে হাসুয়া দিয়ে আঘাত করে রাকিব। এতে ঘটনাস্থলেই মারা যান আজিম উদ্দিন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহাম্মেদ বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ছেলে পলাতক। তাকে পাকড়াও করার চেষ্টা চলছে। এনিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।