Logo
×

Follow Us

জেলার খবর

নৌকাডুবির একদিন পরেও খোঁজ মেলেনি যুবকের

Icon

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৭

নৌকাডুবির  একদিন পরেও খোঁজ মেলেনি যুবকের

মহেশখালীতে নৌকা ডুবিতে নিখোঁজ ছাত্রের সন্ধান  মেলেনি একদিন পরেও।

এর আগে, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার মহেশখালী নৌ পথের বাঁকখালী মোহনায় নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় নিখোঁজ হয় তোফাইল মাহামুদ (২২)।  নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পার হলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার ৬নম্বর জেটি ঘাট থেকে মহেশখালী অভিমুখে গোরকঘাটা সিকদার পাড়ার আব্দু সবুরের মালিকানাধীন ও বশির মাঝির চালিত ৩৮জনের একটি যাত্রীবাহী গামবোট যাত্রী নিয়ে আসছিল। বাঁকখালীর খারির বয়া সংলগ্ন এলাকায় বালি ভর্তি একটি টেংকার অবস্থান করছিল।

স্রোতের গতিতে ৩৮জন যাত্রী নিয়ে আসা ঘামবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে টেংকারের পাশ কাটতেই উত্তর দিক থেকে মাছ ভর্তি একটি ফিশিংবোট যাত্রী বাহী ঘাম বোটে সজোরে ধাক্কা দেয়। এসময় ৩জন যাত্রী বাঁকখালী নদীতে পড়ে যায়। বোটের মাঝিসহ অপর যাত্রীরা ২জন যাত্রীকে উদ্ধার করতে পারলেও তোফাইলকে নিখোঁজ হয়ে যায়।

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাফুজুর রহমান বলেন, তোফাইলকে উদ্ধারের জন্য এখনো অভিযান চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫