লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নবদম্পতি নিহত

প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ১০:৩০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা নবদম্পতি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো চারজন।
উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পারুলিয়া ঘুণ্টির বাজারের বটতলা এলাকায় গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ সিন্দুর্নার মোশার চৌপুতি এলাকার আব্দুস সোবহানের ছেলে গোলাম মোস্তফা (৩২) ও তাঁর স্ত্রী রাহিলা বেগম (১৯)। দেড় মাস আগে তাদের বিয়ে হয়েছে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম সিদ্দিকি বলেন, স্বামী গোলাম মোস্তফাসহ বাবার বাড়ি পশ্চিম বিছনদৈ এলাকায় দাওয়াত খেয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন রাহিলা। পথে ঘুণ্টিবাজারের বটতলা এলাকায় একটি ট্রাক তাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান এই নবদম্পতি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
অটোরিকশায় থাকা আরো চার যাত্রীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।