Logo
×

Follow Us

জেলার খবর

ভোলায় ছয় দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম মুসলিম ঐক্যের

Icon

প্রতিনিধি, ভোলা

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ১৫:৫৩

ভোলায় ছয় দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম মুসলিম ঐক্যের

সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতার সংঘর্ষে হতাহতের ঘটনায় ছয় দফা দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা।

ভোলা প্রেসক্লাবে আজ সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের পক্ষ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

ছয় দফা দাবি হলো-

১. অনতিবিলম্বে ভোলা জেলা পুলিশ সুপার এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করতে হবে এবং তদন্ত সাপেক্ষে গুলির হুকুমদাতা ও গুলিবর্ষণকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

২. আমাদের মহানবী (সা.) ও মহান আল্লাহ তা’য়ালা এবং ইসলামের বিরুদ্ধে ব্যঙ্গ ও কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে।

৩. মহানবী (সা.) ও মহান আল্লাহ তা’য়ালাকে ব্যঙ্গ ও কটূক্তিকারী বিপ্লব চন্দ্র শুভকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

৪. ভোলার বোরহানউদ্দিনে গতকালের (রবিবার) সংঘর্ষে যারা শাহাদাতবরণ করেছেন, তাদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।

৫. সরকারি খরচে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

৬. গতকালের (রবিবার) ঘটনায় গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং কোনো হয়রানিমূলক মামলা বা কাউকে গ্রেপ্তার করা যাবে না।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই ছয় দফা দাবি পূরণের সার্বিক ব্যবস্থা এবং সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না দেয়া হলে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলে সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি দেয়া হয়।

এর আগে ভোলার সরকারি স্কুল মাঠে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করতে থাকেন তারা। সেখান থেকে একপর্যায়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীরা।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫