নারীর বিবস্ত্র ভিডিও: একমাস পর টনক নড়লো সবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ২২:০৪

নোয়াখালীর বেগমগঞ্জে নারকীয় কায়দায় নারীকে বিবস্ত্র করে, নির্যাতনের ভিডিও প্রকাশের পর টনক নড়লো সবার। এক মাস পর গত রাতে মামলা হয়। এর পরপরই গ্রেপ্তার হলো হোতা বাদলসহ চার আসামি। জড়িতদের কঠোর বিচার চেয়েছে ভুক্তভোগীর পরিবার।
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনাটি মাসখানেক আগের হলেও ফেসবুকে ভাইরাল হয় রোববার (৪ অক্টোবর)। জানা যায়, তিন বছর আগে ভুক্তভোগী নারীর বিয়ে হয় সাইফুলের সাথে। কিন্তু, স্বামী দ্বিতীয় বিয়ে করায় দীর্ঘদিন যোগাযোগ ছিলো না। ২ সেপ্টেম্বর রাতে স্ত্রীর সাথে দেখা করতে যান সাইফুল। এসময় স্থানীয় প্রভাবশালী দেলোয়ার বাহিনীর ৭-৮ জন সদস্য ঘরে ঢুকে, ওই নারীকে বিবস্ত্র করে চালায় অমানসিক নির্যাতন।
একমাস পর রবিবার (৪ অক্টোবর) রাতে ৯ জনকে আসামি করে থানায় মামলা করেন, নির্যাতনের শিকার নারী। রবিবার রাতে নারায়ণগঞ্জ ও কামরাঙ্গীচর থেকে দুই হোতা দেলোয়ার ও বাদলকে গ্রেফতার করে র্যাব। দীর্ঘদিন ধরে তারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো বলে জানায় র্যাব।
এর আগে রবিবার সন্ধ্যায় দুই আসামি আব্দুর রহিম ও রহমতউল্লাহকে গ্রেফতার করা হয়। জড়িত বাকিদের গ্রেফতারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।