সাভারের সিআরপি রোডে একটি বাড়ির ছাদবাগানের গাছ নির্বিচারে কেটে ফেলা সেই নারীকে আটক করেছে পুলিশ।
খালেদা আক্তার লাকি (৪৫) নামে ওই নারীকে বুধবার দুপুরে আটক করেন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা।
নূর মোহাম্মদ খান বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে লাকিকে আটক করা হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা সেলিমের স্ত্রী।
ওই নারীর এভাবে গাছ কেটে ফেলার ভিডিও মঙ্গলবার রাতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। কারও সঙ্গে বিবাদের জের এভাবে গাছের ওপর প্রকাশ করায় অনেকে লাকির কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, ‘এক নারী দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কুপিয়ে কেটে ফেলছেন। গাছের মালিক দূরে দাঁড়িয়ে ওই নারীর কোপানোর দৃশ্য ভিডিও করেন এবং গাছ তার কী ক্ষতি করেছে, তা জানতে চান। গাছের মালিক ভিডিও করার পুরো সময়টা তাকে গাছ না কাটার অনুরোধ করেন এবং আর্তনাদ করতে থাকেন। এরপর সেই নারী দা হাতে গাছের মালিক নারীর দিকেও ছুটে যান।’
সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী নারী ভিডিওটি পোস্ট করেছেন।
উল্টো অভিযোগ করে গাছ কাটা নারী বলেন, ‘ভিডিওতে দেখায় নাই- আমাকেও উনারা মারতে চেয়েছেন।’ ঘটনার পরে অনুতপ্ত কিনা সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘রাগের বশে করেছি। গাছের ওপর আমার কোনো ক্ষোভ নেই।’