Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে ২ ট্রেনের সংঘর্ষ, খুলনার সাথে যোগাযোগ বন্ধ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ০৯:৪২

ঝিনাইদহে ২ ট্রেনের সংঘর্ষ, খুলনার সাথে যোগাযোগ বন্ধ

ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদালপুর স্টেশনে দুইটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। 

এরফলে খুলনার সাথে সারাদেশের সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, পারবতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুইটি সিগনাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এসময় বিকট শব্দে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ইঞ্জিনসহ ট্রেন দুইটির তিনটি বগি লাইনচ্যুত হয়। 

তিনি বলেন, বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজ শুরু করা হয়েছে। চালকের অসর্তকতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।  

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেয়। প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫