Logo
×

Follow Us

জেলার খবর

কিশোরগঞ্জে ট্রিপল মার্ডার: ৯ জনের বিরুদ্ধে মামলা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১৬:৪৬

 কিশোরগঞ্জে ট্রিপল মার্ডার: ৯ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জে ট্রিপল মার্ডার এর ঘটনায় নিহত আসাদ মিয়ার বড় ছেলে তোফাজ্জল বাদী হয়ে আসাদের ছোটভাই দ্বীন ইসলামকে প্রধান আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, নিহত আসাদ মিয়ার বড় ছেলে তোফাজ্জল বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় শুক্রবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে আগামীকাল শনিবার দুপুরে তাদেরকে কিশোরগঞ্জ কোর্টে হাজির করা হবে।

পুলিশের ভাষ্য, এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। এবং বাকী পাঁচজনকে আটক করতে অভিযান অব্যাহত আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আসাদের ছোটভাই দ্বীন ইসলাম।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার মো. আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভিন (৪৫) ও শিশু সন্তান লিয়নকে (১১) নৃশংসভাবে হত্যা করে বাড়ির পেছনে একটি গর্তে মাটি চাপা দেয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে একই গর্ত থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫