Logo
×

Follow Us

জেলার খবর

ভোলায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা দিলেন তোফায়েল

Icon

প্রতিনিধি, ভোলা

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ১৮:০৮

ভোলায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা দিলেন তোফায়েল

ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল আজ শনিবার দুপুরে নিহতদের মা-বাবার হাতে এ নগদ অর্থ তুলে দেন।

এ সময় তিনি বলেন, ‘ভোলার অভিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।’

তিনি আরো বলেন, ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়া হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত টিমের রিপোর্ট অচিরেই পাওয়া যাবে।

মুকুল বলেন, ‘পুরো ঘটনাটি গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা দোষী সাব্যস্ত হবে, তাদের আইনের আওতায় আনা হবে।’ 

এ সময় দোষীদের খুঁজে বের করার ক্ষেত্রে সংবাদমাধ্যমের সহায়তাও কামনা করেন স্থানীয় এই সংসদ সদস্য।

ভোলা সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, নিহতদের পরিবারকে মানবিক সহায়তা করা হয়েছে। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়াসহ সবগুলো দাবিই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫