Logo
×

Follow Us

জেলার খবর

চুরি হওয়া সেই নবজাতকের মরদেহ পুকুর থেকে উদ্ধার

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ১৪:৫১

চুরি হওয়া সেই নবজাতকের মরদেহ পুকুর থেকে উদ্ধার

ছবি: বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোল থেকে চুরি হওয়া নবজাতক সোহানার মরদেহ তিনদিন পর পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার গাবতলা গ্রামের শিশুটির দাদা আলী হোসেনের ঘরের সামনের পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, সকালে নামাজ পড়ে বাইরে বের হয়ে দেখি পুকুরে আমার নাতির মরদেহ ভাসছে। নবজাতকের বাবা সুজন খান বলেন, আমার বাবা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরে মরদেহ দেথতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই মরদেহ উদ্ধার করে স্বজনেরা। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। যে পুকুরে মরদেহটি পাওয়া গেছে শিশুটি চুরি যাওয়ার পর সেখানেও তল্লাশি করা হয়েছিল। সব বিষয় আমলে নিয়ে আমরা মুল রহস্য উৎঘাটনের চেষ্টা করছি।

মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান দম্পতির সাথে ঘুমিয়ে ছিল সন্তান সোহানা। গত রবিবার মধ্যরাতের কোনো একসময় মা-বাবার মাঝ থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায় কেউ। পরে সোমবার রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করে শিশুটির দাদা আলী হোসেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫