
ভারত থেকে আমদানিকৃত পণ্যের সাথে ২২ বোতল মদ থাকায় একটি ট্রাক আটক করেছে বেনাপোল কাস্টমস ও বিজিবি সদস্যরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে বেনাপোল পোর্ট থানার সামনে থেকে ট্রাকটি আটক করা হয়।
কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন প্রকার কসমেটিক ও মেশিনারি পণ্যের সাথে মাদক আসছে, এমন গোপন সংবাদে ভারতীয় একটি ট্রাক (ডব্লিউবি ৭৮-১৭৫০) আটক করা হয়। পরে ওই ট্রাকে তল্লাশি করে ২২ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
ভারতীয় এ ট্রাকটিতে ৬ কনসাইনমেন্ট আমদানিকৃত পণ্য ছিল। পরে ট্রাকটি পোর্ট থানার সামনে থেকে আটক করা হয়।