Logo
×

Follow Us

জেলার খবর

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

Icon

প্রতিনিধি, বান্দরবান

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১০

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

বান্দরবান জেলার ম্যাপ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তের ৩৮-৩৯ নম্বর পিলার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতুইঙ্গাপাড়া এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির সহায়তায় মরদেহটি উদ্ধার করে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গেছে, তূমব্রু সীমান্তের জিরো পয়েন্টের প্রায় পাঁচশ গজ অভ্যন্তরে লুঙ্গি দিয়ে বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দেয় প্রত্যক্ষদর্শীরা। পরে বিকেলে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন কান্তি চৌধুরী ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

উদ্ধারকৃত লাশের নাম পরিচয় পাওয় যায়নি। ধারণা করা হচ্ছে ২-১ দিন আগে সীমান্তে মাইন বিস্ফোরণে এই ব্যক্তির মৃত্যু হতে পারে৷

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ঘুমধুম পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে কোনো রোহিঙ্গা মাইন বিস্ফোরণে মারা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫