শিপ্রা-সিফাতের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ১৫:৩২
সিফাত ও শিপ্রা
কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মাদকের মামলায় অভিযোগের সত্যতা পায়নি র্যাব।
এই মর্মে চুড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।
আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দুই মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার রামু ও টেকনাফ আদালতে এই প্রতিবেদন দাখিল করেছেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে র্যাবের তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আদালত তা গ্রহণ করে ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন।
এদিকে সিনহাকে গুলি করে হত্যার মামলায় এদিন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে র্যাব।