Logo
×

Follow Us

জেলার খবর

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন

১৬ বছর পর উপনির্বাচনের তফসিল ঘোষণা

Icon

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩০

১৬ বছর পর উপনির্বাচনের তফসিল ঘোষণা

মিরপুর ইউনিয়ন পরিষদ। ছবি: সাম্প্রতিক দেশকাল

সীমানা জটিলতার কারণে ১৬ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তফসিল অনুযায়ী ইউনিয়ন পরিষদের মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর এবং ১৪ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

সর্বশেষ ২০০৩ সালে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হন আকমল হোসেন। পরবর্তীতে ২০০৮ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে আকমল হোসেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সভায় ইউপি সদস্য জমির উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫