Logo
×

Follow Us

জেলার খবর

পাবনায় নার্সের রহস্যজনক মৃত্যু

Icon

প্রতিনিধি, পাবনা

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৯

পাবনায় নার্সের রহস্যজনক মৃত্যু

মৃত সুমি খাতুন। ছবি: সাম্প্রতিক দেশকাল

পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার সানরাইজ বেসরকারি ক্লিনিক অ্যান্ড হসপিটালের নার্স সুমি খাতুনের (২২) রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশ করেনি পুলিশ।

আজ বুধবার সকালে ক্লিনিকের একটি কক্ষে কর্মচারীরা সুমির মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে।

পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতে ডিউটিরত অবস্থায় সুমির মৃত্যু হয়। এটি হত্যা না আত্মহত্যা, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সুমি খাতুন আটঘরিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের সৈকত আলীর মেয়ে। তিনি দীর্ঘদিন সানরাইজ ক্লিনিক অ্যান্ড হসপিটালের নার্স হিসেবে কর্মরত ছিলেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫