Logo
×

Follow Us

জেলার খবর

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Icon

প্রতিনিধি, বরগুনা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ১০:৫০

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- খাসতবক গ্রামের মান্নানের ছেলে দেলোয়ার হোসেন (৬৫), তার ভাইয়ের ছেলে রাসেল (১৪) ও ভাইয়ের স্ত্রী হামিদা বেগম (৩৫)। 

কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাদল পহলান জানান, দেলোয়ার সুপারি বাগানে সুপারি পাড়ার জন্য যান। এ সময় পল্লী বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকায় প্রথমে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকারে রাসেল ও হামিদা এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫