Logo
×

Follow Us

জেলার খবর

কারিগরি প্রশিক্ষণে প্রতিবন্ধীদের অংশগ্রহণ বৃদ্ধিতে সমঝোতা স্মারক

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ১৯:১৩

কারিগরি প্রশিক্ষণে প্রতিবন্ধীদের অংশগ্রহণ বৃদ্ধিতে সমঝোতা স্মারক

ছবি: বাগেরহাট প্রতিনিধি

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি প্রশিক্ষণে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করতে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাট ও প্রতিবন্ধী সংগঠন সংকল্পের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

আজ সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে মেরিন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

মেরিন ইনস্টিটিউটের পক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী এমডি. শামীম হোসাইন ও সংকল্পের পক্ষে সংগঠনের সভাপতি মো. হারুন অর রশীদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় এ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, বাংলাদেশ বিজনেস এ্যান্ড ডিজএ্যাবিলিটি নেটওয়ার্কের প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া, বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রশিক্ষক মাজহারুল হাসান খান, শহিদুল ইসলাম, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কো-অর্ডিনেটর ইলিয়াস রহমাতুল্লাহ, জব রিপ্লেসমেন্ট অফিসার আল হাসিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মেরিন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বাংলাদেশ বিজনেস এ্যান্ড ডিজএ্যাবিলিটি নেটওয়ার্কের আয়োজনে ও আইএলও, বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তকরণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫