Logo
×

Follow Us

জেলার খবর

সুনামগঞ্জে প্রথম করোনার টিকা নেবেন ডা. রফিকুল

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২১

সুনামগঞ্জে প্রথম করোনার টিকা নেবেন ডা. রফিকুল

আরএমও ডা. রফিকুল ইসলাম

সুনামগঞ্জে প্রথম করোনাভাইরাসের টিকা নেবেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম।

আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সাধারণ মানুষের ভয় দূর করতে ডা. রফিকুল প্রথম টিকা নিচ্ছেন। ডা. রফিকুল টিকা নিতে আগ্রহী, আমি মনে করি এটা এ জেলার মানুষের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে।

গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে ডা. রফিকুল বলেন, আমি প্রথমে করোনার টিকা নেয়ার জন্য প্রস্তুত। আমার কোনো ভয় কাজ করছে না, বরং প্রথমে করোনার টিকা নিতে পেরে খুব আনন্দ লাগছে। করোনার টিকাই পারে আমাদেরকে নিরাপদ রাখতে, করোনা থেকে বাঁচাতে। 

তিনি সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে করোনা ভ্যাকসিন আমরা সবাই পেয়েছি। আর সবাই পাবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫