Logo
×

Follow Us

জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় অপমৃত্যু মামলা

Icon

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ১২:২৯

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় অপমৃত্যু মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় কসবার মন্দবাগ রেলস্টেশনে দুইটি ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় আখাউড়া জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্টেশন মাস্টার জাকির হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত করতে আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস বলেন, মামলায় বলা হয়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ট্রেন তূর্ণা নিশীথা ট্রেন চালকের সিগনাল অমান্য করে ট্রেন চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। 

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করতে রেলওয়ে পুলিশের এসআই মোহোম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে নির্ধারিত তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে বুধবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।

কসবা উপজেলার মন্দভাগ রেলস্টেশনে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দিকে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন বলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানিয়েছেন। আহত হয়েছেন শতাধিক যাত্রী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫