Logo
×

Follow Us

জেলার খবর

রাঙ্গামাটিতে জেএসএসের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৩

Icon

প্রতিনিধি, রাঙ্গামাটি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ২০:২৩

রাঙ্গামাটিতে জেএসএসের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৩

রাঙ্গামাটির রাজস্থলীতে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজস্থলীর দুর্গম এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা সবাই জেএসএসের সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ওসি মো. মফজল আহাম্মদ খান জানিয়েছেন, তিনজন নিহত হওয়ার খবর আমরা নিশ্চিত হয়েছি।

তিনি জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর একটি টিম গেছে। আমরা থানা পুলিশের একটি টিমও রওনা হয়েছি। ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় আমরা সেখানে পৌঁছাতে একটু সময় লাগবে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহতরা সবাই জেএসএসের রাজনীতির সঙ্গে জড়িত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫