Logo
×

Follow Us

জেলার খবর

তাহিরপুরে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ৩

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১৭:৩৫

তাহিরপুরে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গৃহবধু আজমিনা বেগম (২৪) হত্যা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে তাহিরপুর উপজেলা থেকে তাদের আটক করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, গোলাপ মিয়া (৩৬), সোহাগ (২২), হেলেনা বেগম (৪৫)।

র‌্যাব জানায়, গৃহবধূ হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে পুলিশের পাশাপাশি র‌্যাব কার্যক্রম শুরু করে। পরবর্তী  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল বৃহস্পতিবার রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের জৈতাপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে তাদের আটক করা হয়। আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হবে।

এই বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, তিনজন আটকের বিষয়ে আমিও শুনেছি। এখনও আমাদের কাছে র‌্যাব আটককৃতদের হস্থান্তর করেনি।  

উল্লেখ্য, বুধবার গৃহবধুর আজমিনা বেগমের(২৪) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতেই নিহতের বাবা মো. আব্দুল্লাহ (৫০) বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫