নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১৫:৫১

সড়ক দুর্ঘটনায় নিহত ফজলুল হক মিঠু। ছবি: নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় ফজলুল হক মিঠু (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে পৌর এলাকার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক মিঠু কুড়িগ্রাম জেলার বুরঙ্গমাড়ি এলাকার সমসের আলীর ছেলে। সে নরসিংদী থেকে মাসকো গ্রুপে চাকরি করতো।
বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম। তিনি জানান, সকাল ৮টার দিকে সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। দুর্ঘটনায় নিহতের মাথা থেঁতলে গিয়ে মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে দ্রুতগামী কোনো যানবাহনের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে।