Logo
×

Follow Us

জেলার খবর

‘খুনের হুমকি’ পেয়ে মুনিয়ার বোনের জিডি

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২১, ০৪:০০

‘খুনের হুমকি’ পেয়ে মুনিয়ার বোনের জিডি

নুসরাত জাহান তানিয়া।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে করা মামলার বাদী নুসরাত জাহান তানিয়া হত্যার হুমকি পাওয়ার অভিযোগে কুমিল্লায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মোশারাত জাহান মুনিয়ার মরদেহ, তারই বড় বোন নুসরাত।

পুলিশ জানায়, কুমিল্লার কোতোয়ালি থানায় শনিবার তিনি এ সাধারণ ডায়েরি করেন।

গত ২৬ এপ্রিল মরদেহ উদ্ধারের পর নুসরাত জাহান তানিয়া গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলা তুলে নেয়া এবং মীমাংসা করতে মোবাইল ফোনে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেন নুসরাত।

তিনি সাংবাদিকদের বলেন, ওই মামলা প্রত্যাহার করা জন্য আসামি সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে চাপ ছিল। তাতে সাড়া না দেয়ায় গত বুধবার থেকে কয়েকটি মোবাইল নম্বর থেকে অনবরত মামলা তুলে নেয়ার জন্য হুমকি পাচ্ছেন তিনি।

নুসরাতের দাবি, তার ও তার স্বামীকে ‘গুম-খুন’ করাসহ বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকি দেয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫