কুমিল্লা বিশ্বরোডে মৃত্যুর ফাঁদ

বাপ্পি মজুমদার ইউনুস, কুমিল্লা
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১৬:১৪

ঢাকা-চট্টগ্রাম সড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে নির্মাণাধীন অপরিকল্পিত ইউটার্ন মরণফাঁদে পরিণত হয়েছে। ইউটার্নটির কারণে যানজটও সৃষ্টি হচ্ছে। এতে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের পূর্বাঞ্চলের ১১ জেলার হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন।
সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম সড়কে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে যানজট এবং রেল লাইন এড়াতে এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়। এটি পদুয়ার বাজারের পশ্চিমে শ্রীভল্লবপুর এলাকা থেকে পূর্ব-উত্তরে রামপুর পল্লীবিদ্যুৎ অফিস পর্যন্ত নেওয়ার পরিকল্পনা ছিল। এতে চট্টগ্রাম বন্দরসহ ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ফেনী অঞ্চলের গাড়িগুলো ফ্লাইওভারের ওপর দিয়ে অনায়াসে যেতে পারত। পরে ওই ফ্লাইওভারটি সংক্ষিপ্ত করে শুধু রেলওয়ে ওভারপাস হিসেবে ছোট করে তৈরি করা হয়। তবে মূল চৌমুহনী বাদ দিয়ে এ ফ্লাইওভার নির্মাণ করায় রেল লাইন পেরুতেই চৌমুহনীতে এসে যানজটের কবলে পড়ছে গাড়ি। এ কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা সাম্প্রতিক দেশকালকে জানান, ফ্লাইওভারটি বিশ্ব রোডের যানজট নিরসনের জন্য তৈরি করার পরিকল্পনা ছিল অথচ অপরিকল্পিতভাবে ফ্লাইওভারটি করার কারণে তা এখন মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে।
এ বিষয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর লেন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. মাসুম সারওয়ার বলেন, ২০১৩-১৪ সালে এ ফ্লাইওভারটি উত্তর রামপুর কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি পর্যন্ত নেওয়ার পরিকল্পনা ছিল। ব্যয় বেড়ে যাওয়ার কারণে তা সংক্ষিপ্ত করা হয়। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। ইউটার্নের জায়গায় যানজট যাতে কম হয় সেজন্য সড়কের অংশ চওড়া করা হয়েছে।