Logo
×

Follow Us

জেলার খবর

সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার

Icon

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ১৭:১৬

সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সংরক্ষিত সাতছড়ি জাতীয় উদ্যানে আবারো অভিযান চালিয়ে ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চার ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

র‌্যাব ও সেনাবাহিনীর একটি দল গতকাল শুক্রবার রাতে এই অভিযান চালায়। 

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুবুল আলম আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল সংরক্ষিত সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। 

তিনি বলেন, অভিযানে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চারের ১৩টি গোলা (আরপিজি গোলা) এবং বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এগুলো বিস্ফোরক বিশেষজ্ঞ দল ধ্বংস করেছে।

তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এর আগে গত বছর ৩ ফেব্রুয়ারি ওই বনে অভিযান চালিয়ে ১০টি ট্যাংক বিধ্বংসী রকেট উদ্ধার করে র‌্যাব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫