Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২১, ১৫:২৩

ঝিনাইদহে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

ঝিনাইদহে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী। 

শনিবার (২৯ মে) সকালে শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামের বাবার বাড়ি থেকে সাথী নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

শৈলকুপা থানা ওসি জাহাঙ্গীর হোসেন জানায়, ঘরের মধ্যে খাটের উপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্বজনদের অভিযোগ স্বামী সুজন হোসেন তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। গত ৬ মাস আগে মাগুরা শহরের পাশে ঢালপাড়া গ্রামের বরকত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাসের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে নানাভাবে তাকে নির্যাতন করতো বলে অভিযোগ পরিবারের লোকজনের। রাতে তার মা বাড়িতে ছিলো না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫