Logo
×

Follow Us

জেলার খবর

তিন বিভাগে ডিসেম্বর থেকে পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা

Icon

প্রতিনিধি, বগুড়া

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ২০:৩৮

তিন বিভাগে ডিসেম্বর থেকে পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা

ফাইল ছবি।

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে এক ডিসেম্বর থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বিভিন্ন জেলায় ট্যাংকলরি থেকে জোরপূর্বক পৌরসভার চাঁদা গ্রহণ বন্ধ ও পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিলসহ ১৫ দফা দাবি জানিয়ে বগুড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই কর্মসূচির ঘোষণা দেন। 

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবিসমূহ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান রতন। 

ওই সময় ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবিগুলো পূরণে ব্যর্থ হলে পরদিন ১ ডিসেম্বর থেকে সংগঠনের বিভাগীয় অ্যাসোসিয়েশনের সদস্যরা সব ধরনের জ্বালানি তেল ডিপো থেকে উত্তোলন, পরিবহণ ও বিপণন থেকে বিরত থাকবেন বলে ঘোষণা দেন তিনি। 

তাদের দাবিগুলো হলো- জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫ শতাংশ করতে হবে, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদন প্রতিষ্ঠান বিষয়টি সুনির্দিষ্ট করতে হবে, প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রথা প্রণয়ন করতে হবে, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করতে হবে, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল করতে হবে, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল করতে হবে, পেট্রোল পাম্পে অতিরিক্ত পাবলিক টয়লেট, জেনারেল স্টোর ও ক্লিনার নিয়োগের বিধান বাতিল করতে হবে, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশ দ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণের প্রথা বাতিল করতে হবে, ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স ব্যতীত অন্য দপ্তর বা প্রতিষ্ঠান কর্তৃক লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল করতে হবে, বিএসটিআই কর্তৃক আন্ডার গ্রাউন্ড ট্যাংক ৫ বছর অন্তর বাধ্যতামূলক ক্যালিব্রেশনের সিদ্ধান্ত বাতিল করতে হবে, ট্যাংকলরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, সুনির্দিষ্ট দপ্তর ব্যতীত সরকারি অন্যান্য দাপ্তরিক প্রতিষ্ঠান কর্তৃক ডিলার\এজেন্টদেরকে অযথা হয়রানি বন্ধ করতে হবে।

এছাড়া নতুন কোনো পেট্রোল পাম্প নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় জ্বালানি তেল মালিক সমিতির বিধান চালু করতে হবে, পেট্রোল পাম্পের পাশে যেকোনো স্থাপনা নির্মাণের পূর্বে জেলা প্রশাসকের অনাপত্তি সনদ গ্রহণ বাধ্যতামূলক করতে হবে এবং বিভিন্ন জেলায় ট্যাংকলরি থেকে জোরপূর্বক চাঁদা গ্রহণ বন্ধ করতে হবে। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এম এ মোমিন দুলাল, কোষাধ্যক্ষ এ আর এম খোরশেদ, বিশেষ প্রতিনিধি এ বি এম সিদ্দিকসহ অন্যান্য নেতারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫