Logo
×

Follow Us

জেলার খবর

কুমার নদীতে নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মাছ শিকার

Icon

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ

প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১০:২৩

কুমার নদীতে নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মাছ শিকার

ঝিনাইদহের শৈলকূপার কুমার নদী

ঝিনাইদহের শৈলকূপায় কুমার নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছে কিছু অসাধু মাছ শিকারি। এতে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। এতে করে প্রাকৃতিক সব ধরনের দেশীয় মাছ ধরা পড়ছে। ডিমওয়ালা মাছগুলি ছেঁকে উঠছে এই চায়না জালে। যারফলে মাছ শূন্য হয়ে পড়ছে কুমার নদ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার গাড়াগঞ্জ থেকে শুরু করে একই উপজেলার আবাইপুর গ্রাম পর্যন্ত ২৫ কি.মি. জায়গাজুড়ে নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। হাজার হাজার ফুট নিষিদ্ধ চায়না জাল ২০০ থেকে ৩০০ গজ পর পর পেতে রাখা হয়েছে। ডিঙি নৌকা নিয়ে প্রতিদিন বিকাল থেকে শুরু হয়ে যায় এই জাল পাতার প্রক্রিয়া। এরপর সারারাত পেতে রাখার পর সকাল থেকে চলে জাল গোছানোর পালা। ছোট-বড় কোনো মাছই রেহাই পাচ্ছে না এই নিষিদ্ধ চায়না জাল থেকে। 

মাছ শিকার করতে আসা গোবিন্দপুর গ্রামের আসলাম বলেন, এই জাল সারারাত নদীতে পেতে রাখি, সকাল হলেই জাল তুলে ফেলি, জালে বিভিন্ন প্রজাতির মাছ পেয়ে থাকি। এই জাল দিয়ে মাছ শিকার করা ঠিক না, জেনেও কিছু মাছ পাওয়ার আশায় একাজ করে থাকি। 

ঝাউদিয়া গ্রামের মাছ ব্যবসায়ী নিমাই বলেন, এভাবে মাছ শিকার করা ঠিক না। এভাবে চায়না জাল দিয়ে মাছ মারলে, কিছুদিন পর নদীতে আর কোনো মাছ পাওয়া যাবে না।

উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ শিকার একটা বে-আইনি কাজ, আমরা খুব তাড়াতাড়ি কুমার নদীতে অভিযান পরিচালনা করব।

উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা বলেন, নদীতে এভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা ঠিক না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫