নোয়াখালীতে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১১:৫১
অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য আটক
নোয়াখালীর সদর উপজেলায় ডিজিটাল ডিভাইস, নগদ টাকা, সরঞ্জামসহ দুই প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন র্যাব-১১। গতকাল সোমবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার জেলা শিক্ষা অফিসের প্রধান গেইট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের ফারুক আহমেদের ছেলে ফয়সাল মাহমুদ (২৪) এবং ওই এলাকার মো.আব্দুর রবের ছেলে মো.সবুজ হিরণ (২৪)।
র্যাব জানায়, ফয়সাল ও সবুজ পরস্পর যোগসাজসে বিভিন্ন পরিচয়ে মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ দ্বারা এসপিসিয়ের বিভিন্ন গ্রুপ তৈরি করে প্রতারণা করত এবং ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
র্যাব-১১ (সিপিপি-৩) লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সুধারাম থানায় সোপর্দ করা হয়েছে।