Logo
×

Follow Us

জেলার খবর

এবার চট্টগ্রামে ৫ থানায় বিক্রি হবে পেঁয়াজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৭

এবার চট্টগ্রামে ৫ থানায় বিক্রি হবে পেঁয়াজ

পেঁয়াজ সংকট নিরসন ও নগরবাসীকে স্বস্তি দিতে এবার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। প্রতি কেজি ৪৫ টাকা দরে পাঁচটি থানায় এ পেঁয়াজ বিক্রি করা হবে।

শনিবার সকাল ১০টা থেকে নগরের কোতোয়ালী, খুলশী, পাহাড়তলী, চান্দগাঁও ও ইপিজেড থানার সামনে এ পেঁয়াজ বিক্রি হবে। 

একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। প্রতিটি থানায় এক টন করে প্রতিদিন ৫ টন পেঁয়াজ বিক্রি হবে। এ কার্যক্রম চলবে এক সপ্তাহ পর্যন্ত।

নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, পুলিশের নারী কল্যাণ সমিতির উদ্যোগে থানা চত্বরে পেঁয়াজ বিক্রি করা হবে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ও ক্রমাগত বৃদ্ধি পাওয়া পেঁয়াজের দামের লাগাম টানতে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

পুলিশ পরিবারের সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতি এসব পেঁয়াজ সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে নামমাত্র মূল্যে বিক্রির উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫