Logo
×

Follow Us

জেলার খবর

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় নিহত ৩

Icon

প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০১

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় নিহত ৩

দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি। ছবি: সাম্প্রতিক দেশকাল

বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বিদ্যুৎ কেন্দ্রের বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত তিনজনের দুইজন ট্রাকের হেলপার ও একজন ট্রাকের চালক। নিহতদের মধ্যে একজনের নাম ইয়াছিন (২২)। তার বাড়ি সাতক্ষিরা জেলার পাটকেল ঘাটা উপজেলার বল্ববনগর গ্রামে। অন্য দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তুহিন হাওলাদার জানান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সড়কে পাংচার হওয়ায় একটি ইট বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই ট্রাকের নিচে ঢুকে ট্রাকের হেলপার ও চালক চাকা মেরামতের কাজ করছিল। এ সময় পিছন থেকে এসে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক, হেলপার ও ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার ঘটনাস্থলে নিহত হন। 

এ সময় আরো একজন আহত হয়। আহতকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মাসুদ সরদার জানান, আমাদের উদ্ধার টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫