Logo
×

Follow Us

জেলার খবর

পাবনায় যৌন উত্তেজক ওষুধ কারখানার সন্ধান

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১৮:৪১

পাবনায় যৌন উত্তেজক ওষুধ কারখানার সন্ধান

যৌন উত্তেজক ওষুধ কারখানা

পাবনা পৌর এলাকার সাত্তার বিশ্বাস সুপার মার্কেটের পঞ্চম তলার আবাসিক ভবনে (রিবাদ ইউনানি ড্রাগ লিমিটেড) নামে একটি যৌন উত্তেজক ওষুধ কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশের একটি দল। 

রবিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই আবাসিক ভবনে অভিযান পরিচালনা করেন। অভিযানে ভবনের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কাঁচামাল ও তৈরিকৃত মালামালসহ মালিক মো. শরীফুল ইসলামকে আটক করেছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম, জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সুকর্ন আহম্মেদ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল হানান প্রমুখ।


এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ভোক্তাঅধিকার অধিদপ্তরের সংশ্লিষ্টরা অভিযুক্ত কোম্পানির সকল কাগজ যাচাই বাছাই করে নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনের মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকারক একাধিক যৌন উত্তেজক ওষুধ তৈরি করার জন্য মালিক শরীফুল ইসলামকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন। এসময় ওই আবাসিক ভবন থেকে পাওয়া সমস্ত মালামাল জব্দ করা হয়।


আটককৃত শরীফুল ইসলাম (৪৬) দিলালপুর মহল্লার মৃত, আক্কাস আলী বিশ্বাসের ছেলে। সে দীর্ঘদিন ধরে এই আবাসিক ভবনের একটি কক্ষে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরি করে জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করে আসছিলো বলে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫