চট্টগ্রামে ইয়াবা নিয়ে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ১৪:৫৪
-6160072a86a89.jpg)
পুলিশি হেফাজতে তিন অভিযুক্ত। ছবি: সাম্প্রতিক দেশকাল
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো. ওমর ফারুক প্রকাশ হোসেন (২১), তার স্ত্রী তানিয়া আক্তার (২১) ও মো. সজীব (১৯)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তিন হাজার ইয়াবা নিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।