পাবনায় ২টি পিস্তল ও গুলিসহ আবুল কাশেম নামে এক চাঁদাবাজকে আটক করেছে র্যাব। শনিবার (২১ ডিসেম্বর) তাকে
আটক করা হয়। র্যাব ১২ এর কোম্পানি আমিনুল কবির তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন।
আটক আবুল কাশেম সদরথানাধীন ভাড়ার ইউনিয়নের ভাউডাঙ্গা গ্রামের রমজান মোল্লার ছেলে আবুল কাশেম।
র্যাব জানায়, সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র-গুলি নিজ
হেফাজতে রেখে চর বলোরামপুরসহ পীরপুর এলাকার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মী করে
চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। এছাড়াও সে অত্র এলাকার দুধের খামারের
মালিকদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে নিয়মিত ভাবে চাঁদা আদায় করত।