মেহেরপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ২ ভাই

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১১:১৩

নিহত দুই ভাইয়ের মরদেহ। ছবি : সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা লক্ষ্মীনারায়ণপুর গ্রামে নির্বাচনি সহিংসতায় দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মেম্বারের সমর্থকের বিরুদ্ধে।
আজ সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এই ঘটনায় ইউপি সদস্যসহ উভয়পক্ষের অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে জাহারুল ইসলাম (৫৫) ও তার ভাই সাহাদুল ইসলাম (৫০)।
সংঘর্ষের পর রক্তাক্ত অবস্থায় তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বিডি দাস তাদের মৃত ঘোষণা করেন। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষীনারায়নপুর গ্রামের বাসিন্দা ও বর্তমান ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল বলেন, গ্রামের মধ্যে ভোট চাইতে গেলে প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানের নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় তার কর্মী ও চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা করে তারা। এ সময় তিনি প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে।
তার ভাষ্য, ‘কয়েক বছর আগে আমার ছোট ভাই এনামুল হোসেন নইলুকে কুপিয়ে হত্যা করে আতিয়ার রহমানসহ তার সহযোগীরা। সেই মামলা আদালতে বিচারাধীন রয়েছে।’
তবে এ বিষয়ে বক্তব্য জানতে আতিয়ার রহমানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, সহিংসতার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’সহদরের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল ইসলাম ঘটনাস্থলে আছেন। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এখনো মামলা দায়ের হয়নি। এছাড়া আহত ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।