পিরোজপুরে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার

প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ১৬:৪০
-5e01f0b00f7fc.jpg)
ধর্ষণের অভিযোগে গ্রেফতার লিংকন। ছবি: সাম্প্রতিক দেশকাল
পিরোজপুর সদরের একপাই জুজখোলা
এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নামে গৃহবধূর মামাতো দেবর ইকবাল হোসেন মোল্লা
লিংকনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৩ ডিসেম্বর)
গৃহবধূ লিংকনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে রাতেই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর ওই রাতেই লিংকনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে গৃহবধু।
মামলার এজাহার সূত্রে জানা
গেছে, গত ১০ অক্টোবর রাতে ঘরের সবাই ঘুমিয়ে পড়ার পর মধ্যরাতে লিংকন ঘরের ভেতর ঢুকে
গৃহবধূকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপর থেকে ধর্ষণের ঘটনা সবাইকে জানায়ে দেয়ার কথা
বলে গৃহবধূকে প্রায়ই কুপ্রস্তাব দিতে থাকে। পরে পরিবারের সদস্যদের জানানোর পর তারা
গতকাল সোমবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এর পরপরই পিরোজপুর সদর থানা পুলিশ
সোমবার রাতেই লিংকনকে গ্রেফতার করে।
পিরোজপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা নূরুল ইসলাম বাদল বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে
পাঠানো হয়েছে।