সরিষাবাড়িতে মাকে গলা কেটে হত্যা করলো ছেলে

প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ১১:২৭

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ধারালো ছুরি দিয়ে মা সালেহা বেগমকে (৬২) গলা কেটে হত্যা করেছে ছেলে মাসুদুর রহমান মাসুদ (২৬)।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সালেহা ওই গ্রামের মৃত আলহাজ হাতেম আলীর স্ত্রী। পুলিশ ঘাতক ছেলে মাসুদকে আটক করেছে।
সালেহার বড় ছেলে মুফতি হাবিবুর রহমান জানান, কয়েক বছর আগে তার বাবা মারা যান। তার মা সালেহা বেগম ছোট ভাই মাসুদকে বেশি আদর করতেন বলে তার কাছেই থাকতেন। কিন্তু মাসুদ মায়ের সঙ্গে বিভিন্ন সময় খারাপ আচরণ করতো। সে তার বাবাকেও জীবিতাবস্থায় মারধর করতো। বৃহস্পতিবার সকালে মাসুদ হঠাৎ খাবার ঘরে মায়ের উপর আক্রমণ করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। প্রাথমিকভাবে কারণ জানা যায়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরিষাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুত নিচ্ছিল।
সরিষাবাড়ি থানার ওসি (তদন্ত) জোয়াহেরুল ইসলাম বলেন, ছেলেটি মাকে হত্যার কথা স্বীকার করেছে, তবে কারণ বলেনি। তাকে আটক করা হয়েছে।